News71.com
 International
 15 Dec 17, 12:03 PM
 152           
 0
 15 Dec 17, 12:03 PM

ব্রাহ্মোস মিসাইল নিক্ষেপে সক্ষম যুদ্ধজাহাজ বানাচ্ছে ভারত।

ব্রাহ্মোস মিসাইল নিক্ষেপে সক্ষম যুদ্ধজাহাজ বানাচ্ছে ভারত।


আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ৪০০ কোটি ডলারের চুক্তি করতে চলেছে ভারত।নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে মোট চারটি মিসাইল বহনকারী ফ্রিজেট কেনা হবে রাশিয়া থেকে। এই ফ্রিগেটগুলোতে থাকবে গ্যাস টারবাইনের শক্তিসম্পন্ন ইঞ্জিন। এগুলো ব্রাহ্মোস মিসাইল নিক্ষেপ করতে পারবে।৪০০০ টন ওজন বহন করার ক্ষমতা থাকবে এই ফ্রিজেটের। ব্ল্যাক সি ফ্লিটে ইতিমধ্যেই তৈরি হয়েছে এমন তিনটি ফ্রিজেট। প্রজেক্টে অংশ যন্তর শিপইয়ার্ড ও গোয়া শিপইয়ার্ড। দুটি ফ্রিগেট তৈরি হবে রাশিয়া, বাকি দুটি রাশিয়ান প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি হবে ভারতের গোয়া শিপইয়ার্ডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন