News71.com
 International
 14 Dec 17, 07:31 AM
 162           
 0
 14 Dec 17, 07:31 AM

উত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম করছে যুক্তরাষ্ট্র।  

উত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম করছে যুক্তরাষ্ট্র।   

আন্তর্জাতিক ডেস্কঃ পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়া ইস্যুতে এতোদিন কঠোর অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এবার সুর নরম করে কিমের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ওয়াশিংটনের বক্তব্য, তারা উত্তর কোরিয়ার সঙ্গে কোন ধরনের শর্তারোপ ছাড়াই যেকোনও সময় আলোচনা করতে প্রস্তুত আছে।এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, যদি আপনারা চান তাহলে আমরা আলোচনায় বসতে পারি। অন্যদিকে কিছু দিন আগে উত্তর কোরিয়া সফর করে আসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেফরি ফেল্টম্যানও বলেন, উত্তর কোরিয়াও চায় যুদ্ধ এড়িয়ে চলতে। 

উত্তর কোরিয়া জাতিসংঘ আরোপিত পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। গত বছর জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন ইস্যুর পর থেকে এ বিষয়ে তাদের অবস্থান জোরালো করে। দক্ষিণের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জবাবে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া।গত সেপ্টেম্বরে দেশটি ব্যালাস্টিক মিসাইলের সর্বশেষ পরীক্ষাটি চালায়। একই মাসে তারা ষষ্ঠ পারমাণবিক পরীক্ষাও চালিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন