News71.com
 International
 14 Dec 17, 07:29 AM
 162           
 0
 14 Dec 17, 07:29 AM

দক্ষিন ভারতে পুলিশের হামলায় ৮ মাওবাদী নিহত।  

দক্ষিন ভারতে পুলিশের হামলায় ৮ মাওবাদী নিহত।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলে আজ বৃহস্পতিবার পুলিশ অতর্কিত হামলা চালিয়ে আট মাওবাদীকে হত্যা করেছে।এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ ঘটে।পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানা রাজ্যের ভাদ্রাদ্রি কোথাগুদেম জেলার জঙ্গলে মাওবাদীদের ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ সময় মাওবাদীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।গতকাল বুধবার রাতে পুলিশের বিশেষ বাহিনী একদল চরমপন্থীকে আটক করার জন্য ওই জঙ্গলে তল্লাশী অভিযান শুরু করে।

তেলেঙ্গানার জেলা পুলিশ জানিয়েছে, এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশের পাল্টা হামলায় আট চরমপন্থী নিহত হয়।কয়েকশ’ পুলিশ এখনো ওই জঙ্গলে পলাতক বিদ্রোহীদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।এর আগে উভয়পক্ষের মধ্যে কয়েক ঘন্টাব্যাপী বন্দুকয্দ্ধু ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন