আন্তর্জাতিক ডেস্কঃ চলাচল সহজ করতে এবং ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পেতে এবার বৈদ্যুতিক কার সেবা চালু করল সিঙ্গাপুর। ফ্রান্সের বোল্লোরে গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ব্লু এসজি ৮০টি গাড়ি ও ৩২টি চার্জিং স্টেশন নিয়ে সিঙ্গাপুরে এ প্রকল্পের যাত্রা করেছে। আসছে বছরগুলোয় এ সেবার বিস্তৃতি ১০ গুণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ির এ প্রকল্প সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে চালু করা হয়েছে এবং কোম্পানিটি আশা করছে,প্যারিসের পর সিঙ্গাপুরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিক কার-শেয়ারিং সেবা দেয়া হবে।
প্রায় ৫৬ লাখ অধিবাসীর ব্যস্ত বাণিজ্যিক শহরটিতে এরই মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা হ্রাস করার লক্ষ্যে কর্তৃপক্ষ বেশ কঠিন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এসবের মধ্যে আছে উচ্চ লাইসেন্স ফি,যা প্রতিটি গাড়ির গড় মূল্য ৮০ হাজার মার্কিন ডলারে নিয়ে গেছে। এছাড়া অন্যান্য উদ্যোগের মধ্যে আছে রাস্তায় গাড়ির পরিমাণ নির্দিষ্ট করা এবং গণপরিবহনে নতুন করে ব্যাপক বিনিয়োগ।