আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ সন্ত্রাসী হামলার চরম ঝুঁকিতে রয়েছে বলে এমনটি মনে করছে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। এ কারণে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে দেশ দুটি।তাই বাংলাদেশে অবস্থানকারী পশ্চিমা বিশ্বের নাগরিকদের ওপর হামলার হতে পারে এমন এক তথ্যের ভিত্তিতে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাজ্য।যুক্তরাজ্য গত মঙ্গলবার হালনাগাদ করা সতর্কবার্তায় জনসমাগমে হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির সতর্কতায় বলা হয়, ভবিষ্যতে লোকসমাগম হয় ওই স্থানগুলোতে টার্গেট করে হামলা হওয়ার ঝুঁকি আছে। বিদেশি নাগরিকদের সরাসরি টার্গেট করে হামলা হওয়ার ঝুঁকি রয়েছে বলেও যুক্তরাজ্যের ওই সতর্কতায় উল্লেখ করা হয়।
অন্যদিকে অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ভ্রমণবিষয়ক পরামর্শ ও তথ্যসেবা স্মার্ট্রাভেলারের ওয়েবসাইটে গতকাল বুধবার হালনাগাদ সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার অতি উচ্চ মাত্রার ঝুঁকিতে আছে।১৬ ডিসেম্বরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো সন্ত্রাসী হামলা হতে পারে। এ অবস্থায় অস্ট্র্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।