News71.com
 International
 13 Dec 17, 09:28 AM
 128           
 0
 13 Dec 17, 09:28 AM

আকাশ থেকে স্কুলের উপর খসে পড়ল মার্কিন সামরিক হেলিকপ্টারের জানালা....

আকাশ থেকে স্কুলের উপর খসে পড়ল মার্কিন সামরিক হেলিকপ্টারের জানালা....

আন্তর্জাতিক ডেস্কঃ মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মার্কিন সেনার একটি হেলিকপ্টার। মাঝ আকাশ থেকে খুলে পড়ল হেলিকপ্টারের সম্পূর্ণ জানালাটি। বিশাল এই জানালাটি সজোরে পড়ে একটি স্কুলের উপর। সেই সময় স্কুলের মধ্যে ৫০ জনেরও বেশি পড়ুয়া ছিল। বিশাল শব্দে সেটি পড়লে পড়ুয়াদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই সেখানে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা পৌঁছে যান। ঘটনার জন্যে ক্ষমা চেয়েছে মার্কিন সেনা।

অন্যদিকে, বেশ চ্যালেঞ্জ নিয়েই হেলিকপ্টারটিকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে আসেন পাইলটরা। কী কারণে এভাবে ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন মেরিন সেনারা। জানা গেছে, জাপানে থাকা মার্কিন সেনাবাহিনীর বেস Air Station Futenma থেকে হেলিকপ্টারটি ওড়ে।কিছুক্ষণের পরেই হেলিকপ্টারে থাকা বিশাল জানালাটি ভেঙে পড়ে। বিশাল শব্দে কার্যত স্কুলের মধ্যে আছড়ে পড়ে সেটি। হেলিকপ্টারটি পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন