News71.com
 International
 13 Dec 17, 09:21 AM
 142           
 0
 13 Dec 17, 09:21 AM

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলা, নিহত ৩৯।।

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি বিমান হামলা, নিহত ৩৯।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের শিবিরে এবং এক পুলিশ শিবিরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ শিবিরের ভেতর থাকা কারাগারের বন্দী বলে জানা গেছে। হামলায় আরো ৯০ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে হত্যার পরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সানার পূর্বাঞ্চলে অবস্থিত শিবিরটিতে অবস্থিত কারাগারে ১৮০ জন কারাবন্দী ছিল বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছে,ধ্বংসস্তূপ থেকে ৩৫টি দেহ উদ্ধার করা হয়েছে,বাকিদের হিসাব এখনো পাওয়া যায়নি। জাতিসংঘের হিসেব অনুযায়ী,২০১৫ সালে ইয়েমেন সংকটে মার্কিন নেতৃত্বাধীন জোট যোগ দেয়ার পরে ৮ হাজার ৬শ৭০ জন মারা গেছে। লড়াই ও অবরোধের কারণে ২ কোটি ৭০ লাখ মানুষ মানবিক সাহায্যের জন্য ধুঁকছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন