আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই পারেন।অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রাষ্ট্রপতিকে প্রণব দাদা বলে ডেকে অবাক করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্যদের।খবরের শিরোনামে এসছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সম্বোধন।এবার খবরের শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় লেখা চিঠি। ২০১৭ সালের গত ১১ ডিসেম্বর, ৮২ বছরে পা রেখেছেন প্রণব মুখার্জি।বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মিষ্টভাষী নরেন্দ্র মোদী বেছে নিয়েছিলেন মিষ্টি ভাষা বাংলাকেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বাংলায় লেখা শুভেচ্ছা বার্তা পেয়ে আবেগাপ্লুত হন প্রাক্তন রাষ্ট্রপতিও।এবার মোদীর পাঠানো সেই চিঠিই টুইটার হ্যান্ডেলে তুলে দিলেন প্রণব মুখার্জি।সেখানে বাংলায় শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য নরেন্দ্র মোদীর প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।তাছাড়া প্রণব মুখার্জির জন্মদিনে তাঁর বাসগৃহ রাজাজি মার্গে গিয়ে দেখা করে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।