News71.com
 International
 13 Dec 17, 04:51 AM
 139           
 0
 13 Dec 17, 04:51 AM

চীনের রাজধানী বেইজিংয়ে আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৫ জন নিহত।  

চীনের রাজধানী বেইজিংয়ে আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৫ জন নিহত।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের রাজধানী বেইজিংয়ের চাওয়াং এলাকায় আজ বুধবার রাতে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে পাঁচজনের প্রাণহানি এবং আরো নয়জন দগ্ধ হয়েছে। খবর সিনহুয়ার।শিবালিডিয়ান শহর উপকণ্ঠের আবাসিক এলাকায় ভোর রাত ৩ টা এ আগুন ছড়িয়ে পড়ে।পুড়ে যাওয়া লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দমকল বিভাগ জানায়, বিদ্যুত চালিত দু’টি বাইসাইকেল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পুলিশ আজ বুধবার বাড়ির মালিককে আটক করে।ভাড়া দেয়ার জন্য বাড়িটি নিজস্বভাবে তৈরী করায় তাকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন