আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনার প্রতিরক্ষা বিভাগকে ঢালাওভাবে সাজানোর প্রস্তুতি নিলেন। প্রায় ৭০০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী আর্থিক বছরের জন্য দ্য ন্যাশানাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের অধীনে এই চুক্তি সাক্ষর করেন তিনি। হোয়াইট হাউসে এই বিশেষ প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির বিষয়ে তিনি বলেন,আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ। এদিন হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস।
পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, এই চুক্তি সাক্ষর করার মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে অত্যাধুনিক অস্ত্রসস্ত্রের মাধ্যমে সাজিয়ে তোলা হবে। যাতে যেকোনও শত্রু দেশের বিরুদ্ধে সহজেই লড়াই করে জয় ছিনিয়ে আনা যায়,সেই কারণেই এই বিশেষ চুক্তি সাক্ষর করলেন ট্রাম্প। তিনি বলেন,আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রেকে আরও শক্তিশালী করতে আরও জাহাজ,সাবমেরিন এবং মিসাইলের প্রয়োজন রয়েছে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীকেও সঠিক প্রশিক্ষণের মারফত দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি সেনাদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়েও আলোকপাত করেন ট্রাম্প।