News71.com
 International
 13 Dec 17, 12:18 PM
 119           
 0
 13 Dec 17, 12:18 PM

চীন-পাকিস্তান বন্ধুত্ব সম্পর্কে ফাটল।। সিপিইসি প্রকল্পের কাজ বন্ধ

চীন-পাকিস্তান বন্ধুত্ব সম্পর্কে ফাটল।। সিপিইসি প্রকল্পের কাজ বন্ধ


আন্তর্জাতিক ডেস্কঃ চীন-পাকিস্তান বন্ধুত্ব সম্পর্কে ফাটল ধরেছে।দুদেশের ইকোনমিক করিডরের নির্মান কাজ বন্ধ হয়ে গেল । কারণ সিপিইসি প্রোজেক্টে সাময়িকভাবে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে চীন৷ সেই কারণেই সিপিইসি প্রোজেক্টের অন্তর্ভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ করে দিল পাকিস্তান৷ চীন থেকে নির্ধারিত টাকা আসলেই আবারও ইকোনমিক করিডরে রাস্তা তৈরির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে ৷ এই বিষয়ে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এই বিষয়ে জানিয়েছেন, সিপিইসি প্রোজেক্টের জন্য ইকোনমিক করিডরে মোট তিনটি রাস্তা তৈরি হচ্ছিল৷ সেই রাস্তা তৈরির জন্য একটি ২২সদস্যের সাংসদীয় কমিটি গঠিত হয়েছিল৷ কিন্তু চীন যেহেতু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই কারণে এই সম্পূর্ণ কাজই আপাতত স্থগিত করা হয়েছে৷

যদি চীন আবারও টাকা দেয় তাহলেই আবারও এই প্রোজেক্টের কাজ শুরু হবে৷ আজ সোমবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পাকিস্তানে৷ সেখানেই এই সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি চীন পাকিস্তানের উচ্চরদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সিপিইসি প্রোজেক্ট নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে, সেটি এই মুহূর্তে সবচেয়ে চিন্তার বিষয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন