আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালে আজ এক বিস্ফোরণ ঘটেছে । সোমবার সকালে এই বিস্ফোরণটি হয়। বাস টার্মিনালটি টাইমস স্কোয়ারের কাছে অবস্থিত। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই এলাকাটি ফাঁকা করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল মার্কিন পুলিশ বাহিনী।তবে ঠিক কী থেকে এই বিস্ফোরণ তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিউ ইয়র্ক সিটি পুলিশের প্রাথমিক অনুমান, পাইপ বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত এক জন ব্যক্তির জখমের খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য মার্কিন পোর্ট অথরিটির এই বাস টার্মিনালটি আমেরিকার মধ্যে সবচেয়ে বড়। প্রতি দিনই হাজার হাজার লোকের আনাগোনা থাকে এই বাস টার্মিনালে।ঘটনার পরই ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে, জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। নিউ ইয়র্ক সিটি পুলিশ ঘটনার পরই টুইট করেন। নিউ ইয়র্ক সিটি পুলিশের টুইট বার্তায় বলা হয়েছে , ‘‘টাইমস স্কোয়ার চত্বরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই জায়গাটি এড়িয়ে চলুন।’’