আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে আজ সোমবার ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তরের মতে, আজ স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পটির মূলকেন্দ্র ছিল ইস্ট গারো হিলস জেলার ২৫ দশমিক ৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দাঘিমাংশে।ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে, ‘ভূমিকম্পটি ৬০ কিলোমিটার গভীরে আঘাত হানে।এখন পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।