আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারি রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হলেন রাজীব পুত্র রাহুল গান্ধী। সম্পর্কে তিনি শ্রীমতি ইন্দিরা গান্ধীর দৌহিত্র । আজ সর্বসম্মতিতে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাহুল ।এতদিন তিনি দলটির সহ সভাপতি হিসেবে কার্যভার পালন করছিলেন। আজ মায়ের ছেড়ে যাওয়া পদে বসলেন ছেলে । গুজরাট রাজ্য বিধানসভা নির্বাচনের মধ্যে দলের ব্যাটন এল রাহুলের হাতে। আজ সোমবার ছিল প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।বিকেল ৩টা পর্যন্ত রাহুল ছাড়া আর কারও মনোনয়ন জমা না পড়ায়, রাহুলের নির্বাচিত হতে আর কোনো সমস্যাই হয়নি।
বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন কংগ্রেস মুখপাত্র মুল্লাপল্লি রামচন্দ্রণ। তিনি বলেন, রাহুল গান্ধীর সমর্থনে ৮৯টা মনোনয়ন প্রস্তাব জমা পড়েছিল।সবগুলোই বৈধ।রাহুল ছাড়া কংগ্রেসের সভাপতি পদে আর কোনো মনোনয়ন জমা পড়েনি, তাই আমরা সর্বসম্মতিতে রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন তিনি।