আন্তর্জাতিক ডেস্কঃ নিজের রাজ্য গুজরাটের ভোটে হস্তক্ষেপ করছে পাকিস্তান,আজ রবিবার ভোটের প্রচারে গিয়ে এমনটাই অভিযোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের এক নেতার সঙ্গে কংগ্রেসের এক নেতার দেখা করা প্রসঙ্গে কংগ্রেসের কাছ থেকে জবাব দাবি করেছেন মোদী।গুজরাটের পালানপুরে ভোটপ্রচারে গিয়ে মোদী প্রশ্ন তোলেন, পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন ডিজি সর্দার আর্শাদ রশিদ কীভাবে ভারতের বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে গুজরাটের মুখ্যমন্ত্রী বানানোর আবেদন জানাতে পারেন।একইসঙ্গে মোদী দাবি করেন, কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আয়ারের বিরুদ্ধে পাকিস্তানি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠার পরই তাঁকে নীচ বলে কটাক্ষ করেছিলেন মণিশঙ্কর আয়ার।
মণিশঙ্কর আয়ারের বাড়িতে এই বৈঠক হয়েছিল। তাতে হাজির ছিলেন পাকিস্তানের হাই কমিশনার, পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রাক্তন উপ রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আয়ারের বাড়িতে হওয়া ওই বৈঠক তিন ঘণ্টা চলে বলে জানিয়েছিলেন মোদী।এর পরের দিনই মণিশঙ্কর আয়ার মোদীকে নীচ বলে কটাক্ষ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মোদী অভিযোগ করে বলেন, রফিক আহমেদ প্যাটেলকে গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী করতে ব্যস্ত। একদিকে, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন ডিজি গুজরাট ভোটে হস্তক্ষেপ করছেন, অন্যদিকে, পাকিস্তানের বেশ কিছু লোক মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক করছেন। এবং এই বৈঠকের পরেই গুজরাটের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ এবং মোদীকে বিদ্রুপ করা হচ্ছে।মোদীর প্রশ্ন, এই ঘটনাগুলি থেকে কি কোনও সন্দেহই জাগে না?মোদী বলেন, কংগ্রেসের উচিত দেশের সাধারণ মানুষকে জানানো ঘটনাটি কী ঘটেছে।