আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যাঞ্চলীয় একটি সেনা শিবিরে আধা-সামরিক বাহিনীর এক সৈন্যের গুলিতে তার চার সহকর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে।আজ রবিবার এক কর্মকর্তা এ কথা জানান।ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সৈন্যটি তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। তর্কবিতর্কের জের ধরে ভারতীয় আধা-সামরিক বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল এই হামলা চালায়।বিজাপুরের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলে, ওই কনস্টেবল তার চার সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালান। এরা ঘটনাস্থলেই নিহত হন।