আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের হাইফেং কাউন্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ জনের মৃত্যু হয়েছে।কাউন্টি পাবলিসিটি দপ্তরের মতে, গংপিং টাউনশিপে স্থানীয় সময় আজ রবিবার ভোর সাড়ে চারটায় এই অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আরো ছয়জন হাসপাতালে চিকিৎসা নেয়ার সময়ে মারা গেছে।অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গুয়াংডং প্রদেশের পুলিশ।