News71.com
 International
 10 Dec 17, 12:20 PM
 195           
 0
 10 Dec 17, 12:20 PM

বিমানে শ্লীলতাহানির শিকার হয়ে কাঁদলেন 'দঙ্গল কন্যা'!  

বিমানে শ্লীলতাহানির শিকার হয়ে কাঁদলেন 'দঙ্গল কন্যা'!   

আন্তর্জাতিক ডেস্ক: 'দঙ্গল' অভিনীত ১৭ বছরের কিশোরী জায়রা ওয়াসিম বিমানে শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ ঘটনায় জায়ারা অভিযোগ করে বলেন, দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে মাঝ আকাশেই এক সহযাত্রী তার শ্লীলতাহানি করে। তারপর ইনস্টাগ্রামে এ ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে জায়ার। তার সাথে ঘটা এ ঘটনার কথা বলতে গিয়ে অনবরত কেঁদে ফেলে সে।

জায়রা আরো বলেছে , দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিল সে। বিমান ছাড়ার কিছু পর থেকেই অসভ্যতা শুরু করে দেন তার পাশে থাকা ওই ব্যক্তি। প্রথমে সিটের পাশে হাত রাখার জায়গায় নিজের পা তুলে দেন অভিযুক্ত। প্রতিবাদ করায় ওই ব্যক্তি বলেন, তিনি অত্যান্ত ক্লান্ত হয়ে পড়েছে তাই বিশ্রাম নেওয়ার জন্য সেখানে পা তুলে রেখেছেন। কিছু পর বিমান কেবিনের লাইট ডিম হতেই ঘুমিয়ে পড়ে সে। ঘুমের মধ্যেই সে টের পায় তার ঘাড় ও পিঠে আপত্তিকর ভাবে পা দিচ্ছেন ওই ব্যক্তি। এতে প্রতিবাদ করেও কোন ফল পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন