News71.com
 International
 09 Dec 17, 08:58 AM
 136           
 0
 09 Dec 17, 08:58 AM

ইসরায়েলি বাহিনীর রকেট হামলায় গাজায় দুই ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর রকেট হামলায় গাজায় দুই ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর রকেট হামলায় আজ (০৯ ডিসেম্বর) শনিবার দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কট্টরপন্থী সংগঠন হামাসের বিভিন্ন স্থাপনায়ও রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ইসরায়েলি হামলায় আজ পর্যন্ত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জানা গেছে, আজ ইসরায়েল থেকে মোট ৩টি রকেট ছোড়া হয়। হামাসের ছোড়া রকেটের জবাবে এই রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র বলেছে, হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বিশেষ করে হামাসের অস্ত্র তৈরির কারখানা মূল লক্ষ্যবস্তু ছিল। এছাড়া গাজার শিফা হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হামাসের স্থাপনার ধ্বংসস্তূপ থেকে দুই ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী ওই স্থাপনায় হামলা চালিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন