News71.com
 International
 09 Dec 17, 08:40 AM
 162           
 0
 09 Dec 17, 08:40 AM

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫১৪ অবৈধ অভিবাসি আটক

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫১৪ অবৈধ অভিবাসি আটক

 

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫১৪ জন আটক হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশটির জোহুর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন,১৩৯৯ জন বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র যাচাই করে ৫১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশ,নেপাল, মিয়ানমার, চীন,থাইল্যান্ড ও ভারতের নাগরিক। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি নির্দিষ্টভাবে তা জানা যায়নি। ১১৫ জন ইমিগ্রেশন অফিসার অভিযানে অংশ নেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মুস্তাফার আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন