আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নাবেনজিয়া গতকাল শুক্রবার জানিয়েছেন ,মস্কো দুই জাতির জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে জরুরি ভিত্তিতে একটি ‘অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া’ পুনরায় শুরু করার আহবান জানিয়েছে । ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার ট্রাম্পের সিদ্ধান্তের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহবান করে।এ অধিবেশনে নাবেনজিয়া আশংকা প্রকাশ করে বলেন, ওয়াশিংটনের এমন পদক্ষেপ ফিলিস্তিন-ইসরাইল সম্পর্কের ক্ষেত্রে এবং এমন কি এটি পুরো অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ।
গতকালের বিশেষ অধিবেশনে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্বি-রাষ্ট্র সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের চূড়ান্ত ও টেকসই সমাধান খুঁজে বের করার উপায় হিসেবে একটি অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া জরুরিভাবে আবারো শুরু করার বিষয়টি একেবারে অপরিহার্য হয়ে পড়েছে।