নিউজ ডেস্কঃ আগামী ১৯ ডিসেম্বর দু’দিনের সফরে ঢাকা আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন বলে জানা গেছে।এ সফরে বিনালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্নিষ্ট বিষয় ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে।এরআগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু।রোহিঙ্গাদের অবস্থা দেখতে তারাও কক্সবাজার গিয়েছিলেন