News71.com
 International
 06 Dec 17, 10:59 AM
 144           
 0
 06 Dec 17, 10:59 AM

ডোপিং কেলেঙ্কারিতে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া।    

ডোপিং কেলেঙ্কারিতে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া।      

স্পোর্টস ডেস্কঃ পিয়ংইয়ং-এ শীতকালীন অলিম্পিক শুরুর যখন আর দুইমাস বাকি তখনই এলো এমন ঘোষণা। রাশিয়ার সরকারি মদদে খেলোয়াড়দের বলবর্ধক ওষুধ সেবন করানোর অপরাধে ২০১৮ অলিম্পিকে দেশটিকে নিষিদ্ধ করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি।২০১৪ সালে রাশিয়া অলিম্পিকে সরকারি মদদে খেলোয়াড়দের ডোপিং বা বলবর্ধক ওষুধ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে, ১৭ মাস ধরে চলা তদন্তের প্রতিবদেনে যে সব তথ্য ও সুপারিশ উঠে এসেছে তার প্রেক্ষিতেই আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ এবং তার বোর্ড গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত ঘোষণা করে।

তবে, যেসব রুশ খেলোয়াড় নিজেদের ডোপিংমুক্ত প্রমাণ করতে পারবেন তারা অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাদেরকে অলিম্পিক অ্যাথলেট ফ্রম রাশিয়ার ব্যানারে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হবে। এদিকে অলিম্পিকে নিষিদ্ধ করার এই ঘটনায় রাশিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোনও কোনও রাজনীতিবিদ, অলিম্পিক বয়কট করার কথাও বলেছেন। রাশিয়া সংসদের ডেপুটি স্পিকার বলেছেন, এই নিষেধাজ্ঞা মানহানিকর এবং অপমানজনক রাশিয়ার অলিম্পিক কমিটি বলছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা আপীল করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন