আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাহাড়ি জনপদ উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন।আজ মঙ্গলবার রাত ৭ টার দিকে স্থানীয় মীর আলি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, রাস্তার পাশে পার্কিং করা একটি মোটরসাইকেলের পাশে বোমা ছিল। তা হঠাৎই বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।আহতদের পাশের ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।