News71.com
 International
 05 Dec 17, 11:19 AM
 122           
 0
 05 Dec 17, 11:19 AM

অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা মার্কিন সুপ্রিম কোর্টে অনুমোদন।।

অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা মার্কিন সুপ্রিম কোর্টে অনুমোদন।।

আন্তর্জাতিক ডেস্কঃ ছয় মুসলিম দেশের ওপর জারি করা ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞাকে অনুমোদন দিতে সম্মত হয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে শর্ত হলো,এ বিষয়ে নিম্ন আদালত থেকে আইনি বৈধতা আসতে হবে। দেশগুলো হলো চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন। আপিল বিভাগের ৯ জন বিচারকের মধ্যে সাতজন একমত হন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম দেশের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে সর্বশেষ যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তা বহাল থাকবে। তবে নিম্ন আদালতের দেওয়া নির্দেশনার আইনি সুরাহা হয়ে আসতে হবে। এ সপ্তাহের মধ্যে এ বিষয়টির বৈধতা নিয়ে শুনানি হবে সানফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া,রিচমন্ড এবং ভার্জিনিয়ার ফেডারেল কোর্টে। অবশ্য উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা নিম্ন আদালত অনুমোদন দিয়েছেন আগেই।

ক্ষমতায় আসার পরপরই ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম প্রধান দেশের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। সেইসঙ্গে শরণার্থীদের প্রবেশেও বাধা সৃষ্টি করে নির্বাহী আদেশ জারি করা হয়। তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় এবং নিম্ন আদালত থেকে তা আইনি বাধার মুখে পড়ে। এই নিষেধাজ্ঞায় সবচেয়ে দুশ্চিন্তায় পড়েন যুক্তরাষ্ট্রে আসা মুসলিম প্রধান দেশের শিক্ষার্থীরা। নির্বাহী আদেশটি দুই দফা পরিবর্তনের পর সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ও ভেনিজুয়েলার ওপর একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয় হোয়াইট হাউজ থেকে। সম্প্রতি নানা বিষয়ে ট্রাম্পের বিতর্কিত কার্যকলাপের মধ্যে আপিল বিভাগের এই রায়কে তার জন্য একধরনের বিজয় বলেই মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন