News71.com
 International
 05 Dec 17, 10:40 AM
 141           
 0
 05 Dec 17, 10:40 AM

গর্ভাশয় প্রতিস্থাপন করে আমেরিকায় প্রথমবারের মতো সন্তান প্রসব।।

গর্ভাশয় প্রতিস্থাপন করে আমেরিকায় প্রথমবারের মতো সন্তান প্রসব।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গর্ভাশয় প্রতিস্থাপন করে আমেরিকায় প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন এক নারী। ডালাসের বেইলর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ওই নবজাতকের জন্ম হয়। ওই নারীর পরিবারের অনুরোধে তার নাম,বয়স,ঠিকানা গোপন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গর্ভাশয় ট্রান্সপ্লান্ট সার্জন লিজা জোহানেসনশন বলেন, আমরা এই মুহূর্তের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। সন্তান জন্ম দেয়ার অনেক দৃশ্য দেখেছি আমি। কিন্তু এটি ছিল আমার কাছে স্পেশাল। ওই নারীকে গর্ভাশয় দান করেছেন ৩৬ বছর বয়সী টেলার সিলার। তিনি পেশায় একজন নার্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন