News71.com
 International
 04 Dec 17, 11:51 AM
 176           
 0
 04 Dec 17, 11:51 AM

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত।।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা একটি রেডিও ঘোষণার বরাতে সুত্র এ খবর জানিয়েছে। রেডিওতে দাবি করা হয়েছে,আজ সোমবার রাজধানী সানায় অবস্থিত সালেহের বাসায় বোমা হামলা চালালে তিনি নিহত হন। তবে সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের (জেপিসি) পক্ষ থেকে এ দাবি নাকচ করা হয়েছে।

দলটির একজন মুখপাত্র বলেন,সালেহের মৃত্যুর খবর সত্য নয়। এটি ইরানি ও হুথিদের বানোয়াট কথা। হুথিরা যখন হামলা চালায় তখন সালেহ বাড়িতেই ছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন। একসময় হুথি বিদ্রোহীদের মিত্র ছিলেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন