News71.com
 International
 04 Dec 17, 11:39 AM
 174           
 0
 04 Dec 17, 11:39 AM

সমুদ্র সক্ষমতা আরও বাড়াতে দক্ষিনে নৌ-ঘাঁটি বানাচ্ছে ভারত।

সমুদ্র সক্ষমতা আরও বাড়াতে দক্ষিনে নৌ-ঘাঁটি বানাচ্ছে ভারত।

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই ধারাবাহিকতায় এবার নতুন আরও একটি নৌ-ঘাঁটি তৈরি করতে যাচ্ছে ভারত। এ ঘাঁটি তৈরি হলে দেশটির দক্ষিণে ক্ষমতা বাড়বে নৌবাহিনীর। এমনটাই জানিয়েছেন, তামিলনাড়ুর ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল অলোক ভাটনগর।তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে নৌসেনা। ঘাঁটি তৈরির জন্য পর্যাপ্ত জমিও পেয়েছে তারা। ঘাঁটিটি তৈরি করতে প্রয়োজনীয় নির্মাণের কাজ চলছে।ভবিষ্যতে এই নৌসেনা ঘাঁটির জন্য চেন্নাই তথা তামিলনাড়ু অনেক বেশি লাভবান হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভির বেসের উপর চাপ কমাতেই চেন্নাইয়ের এই বেস তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন