আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সাত বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে ছাড়িয়ে যাবে ভারত । বিশ্বের অন্যতম সেরা ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি মনে করেন এই সময়ের মধ্যেই ভারতের জিডিপি দ্বিগুণ হয়ে হবে ৫ ট্রিলিয়ন। ২০৩০-এ এই মাত্রা ১০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও তিনি জানান।ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত নেতৃত্ব শীর্ষ সম্মেলনে অম্বানি বলেন এই শতকের মাঝামাঝি সময়ের মধ্যেই চীনকে অর্থনৈতিকভাবে টপকে যাবে ভারত। উন্নয়নের এমন মডেল হবে ভারত যেখানে প্রযুক্তি,গণতন্ত্র,সুপরিচালিত সরকার, সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং সংস্কার একসঙ্গে দেখা যাবে। সারা বিশ্বের অর্থনীতিকে পথ দেখাবে ভারত।
ধনকুবের মুকেশ আরো বলেছেন,বছর পাঁচেক আগেও ভারতের শিল্পপতিরা নিজেদের দেশে বিনিয়োগ করতে চাইতেন না। সেই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল। আগামী দিনে ভারতবাসীকে আরো ভালো পরিষেবা দিতে আরো বিনিয়োগ করবে তার কোম্পানি বলে জানান তিনি।