News71.com
 International
 04 Dec 17, 12:19 PM
 116           
 0
 04 Dec 17, 12:19 PM

চাবাহার পৌঁছে গেল ভারতের জাহাজ।। উদ্বিগ্ন পাকিস্তান

চাবাহার পৌঁছে গেল ভারতের জাহাজ।। উদ্বিগ্ন পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্কঃ চাবাহার বন্দরের প্রথম ধাপের উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আজ রবিবারই শাহিদ বেহেস্তি নামে পরিচিত এই বন্দরের উদ্বোধন হয়েছে। আফগানিস্তান-মধ্য এশিয়া থেকে শুরু করে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এর ফলে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একইসঙ্গে চাপ বাড়ল পাকিস্তানের। ভারত-ইরানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি আরও জোরালো করতেই,ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তেহরান সফরের কথা ঘোষণা করেন। রাশিয়ার সোচি থেকে ফেরার পথে এই সফর করবেন বলে জানা গিয়েছে।

প্রায় এক মাস আগে চাবাহার বন্দরের মাধ্যমে ভারত থেকে আফগানিস্তানে পৌঁছয় গম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যাকে আফগানদের ভারতীয়দের পক্ষ থেকে উপহার বলেই মন্তব্য করেন। তিনি জানান,আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি বজায় রাখার ক্ষেত্রে আরও জোর দিচ্ছে ভারত। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এই তালিকার অন্তর্গত। চাবাহার বন্দরের প্রথম ধাপের নির্মাণে ইরান ইতিমধ্যেই এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে খবর। বন্দরের ডিরেকটর জেনারেল বেহরুজ আকাই জানিয়েছেন,এই বন্দরটি সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে গেলে ১০০,০০০টনের জাহাজও এখানে আসতে পারবে। ২৭টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বন্দরটির উদ্বোধন হয়েছে বলে জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন