News71.com
 International
 03 Dec 17, 06:05 AM
 155           
 0
 03 Dec 17, 06:05 AM

আফগানিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ৬, আহত ১৩।।  

আফগানিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ৬, আহত ১৩।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের নানগারহার প্রদেশের শহর জালালাবাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। রবিবার এ খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। নানগারহারের প্রাদেশিক গভর্নর আতাউল্লা খোগিয়ানি জানিয়েছেন,ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি'র সমর্থনে শহরের কেন্দ্রে শিরজাই স্টেডিয়ামে বিশাল জমায়েত হয়েছিল।

আজ রবিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে স্টেডিয়ামের কাছে এক মোটরসাইকেল আরোহী আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন জখমদের সুচিকিৎসায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছে। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন