News71.com
 International
 03 Dec 17, 05:25 AM
 115           
 0
 03 Dec 17, 05:25 AM

ভয়ংকর হয়ে উঠছে সুমাত্রার মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি ।। বিশেষ সতর্কতা জারি

ভয়ংকর হয়ে উঠছে সুমাত্রার মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরি ।। বিশেষ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ এখনও পুরোপুরি শান্ত হয়নি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট আগুং। চলতি সপ্তাহে সেই আগ্নেয়গিরির আগুন উগরে দিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সুমাত্রার মাউন্ট সিনাবুং থেকে বের হতে শুরু করেছে ধোঁয়া। পরপর দুটি আগ্নেয়গিরি যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে আশঙ্কিত বিশেষজ্ঞরা। সক্রিয় আগ্নেয়গিরি শৃঙ্খলার দেশ ইন্দোনেশিয়া। আর তারই মধ্যে অন্যতম সুমাত্রার মাউন্ট সিনাবুং। সুত্র জানাচ্ছে,সিনাবুং থেকে ফের ধোঁয়া বের হতে শুরু করায় দ্রুত খালি করা হচ্ছে লাগোয়া শহরগুলো। পর্যটকদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা।

সিনাবুং থেকে যে বিপুল পরিমাণ ধোঁয়া বের হচ্ছে তাতে বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত পাচ্ছেন বিজ্ঞানীরা। অন্যদিকে,বালির মাউন্ট আগুংয়ের ঠাণ্ডা হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে।এদিকে, পরপর দুটি আগ্নেয়গিরির অতি সক্রিয় হয়ে যাওয়া চিন্তিত ইন্দোনেশিয়া সরকার। ধোঁয়ার কারণে সুমাত্রার আকাশ পথ বন্ধ করা হতে পারে বলেও খবর আসছে। নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন