News71.com
 International
 02 Dec 17, 11:34 AM
 126           
 0
 02 Dec 17, 11:34 AM

ভারতে তিন তালাকের মাধ্যমে বিয়ে ভাঙার চেষ্টাকরিকে তিন বছরের জেলের প্রস্তাব।।

ভারতে তিন তালাকের মাধ্যমে বিয়ে ভাঙার চেষ্টাকরিকে তিন বছরের জেলের প্রস্তাব।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ‘তিন তালাকের’ মাধ্যমে বিয়ে বিচ্ছেদের চেষ্টা করা হলেই স্বামীকে তিন বছরের সাজা দেয়ার প্রস্তাব আনা হয়েছে। এর আগে,গত আগস্টে এই তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করে ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু কর্মকর্তারা বলছেন,তা সত্ত্বেও ‘তিন তালাক’ বন্ধ হয়নি। তিন তালাক’ বা তাৎক্ষণিক তালাকের এই প্রথার প্রচলন আছে মুসলিমদের মধ্যে। এতে স্বামী মুখে তিনবার ‘তালাক’ শব্দটি উচ্চারণ করেই বা ইমেল বা টেক্সট মেসেজে লিখে পাঠিয়েই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙ্গে ফেলতে পারে। তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর তিন বছরের সাজা,জরিমানা এবং এর কারণে ক্ষতিগ্রস্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।

মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল’ এখন আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য। এতে সুস্পষ্টভাবে তিন তালাক নিষিদ্ধ করার বিধান থাকবে। এছাড়াও স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে। স্বামী যদি স্ত্রীকে ঘর ছেড়ে চলে যেতে বলেন,তখন যেন স্ত্রীর আইনি সুরক্ষা থাকে,সেজন্যেই এসব বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন ভারতীয় কর্মকর্তা। যে খসড়াটি তৈরি করা হয়েছে,তাতে স্বামীর জামিনের কোনো বিধান রাখা হয়নি।

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এই বিলটি পর্যালোচনা করা হতে পারে। এ মাসের মাঝামাঝি এই অধিবেশন শুরু হবে। তিন তালাক প্রথা যেসব দেশে টিকে আছে তাদের মধ্যে ভারত অন্যতম। পাঁচজন মুসলিম মহিলা এই প্রথাকে চ্যালেঞ্জ করেছিলেন আদালতে। তাদের মামলাতেই ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অনৈসলামিক বলে রায় দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন