আন্তর্জাতিক ডেস্কঃ একের পর এক মিসাইলের পরীক্ষা করছে উত্তর কোরিয়া। যা নিয়ে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা।হুমকি-পালটা হুমকিতে উত্তপ্ত হচ্ছে বিশ্ব। যা কিনা বিশ্বকে মহাযুদ্ধের ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়া এবং আমেরিকার এই হুমকি-পালটা হুমকিকেই কটাক্ষ করতে ছাড়ল না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন ,ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উসকানি দিয়ে এবং তাকে ক্ষিপ্ত করে দেশটিকে ধ্বংস করার অজুহাত খুঁজছে ওয়াশিংটন।বেলারুশের রাজধানী মিনস্কে সাংবাদিক বৈঠকে ল্যাভরভ বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে আমেরিকা অত্যন্ত বিপজ্জনক উসকানি দিচ্ছে। তিনি বলেন, আমাদের সবার কাছে আমেরিকার ব্যাখ্যা করা দরকার যে, তারা উত্তর কোরিয়াকে ধ্বংসের অজুহাত খুঁজছে কিনা। যদি তারা তা করতে চায় তাহলে সরাসরি বলুক, তখন আমরা সিদ্ধান্ত নেব বিষয়টিতে আমরা কীভাবে প্রতিক্রিয়া দেখাব।
তিনি আরও বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা সচেতনভাবে উস্কানি দিচ্ছে যাতে উত্তর কোরিয়া যুদ্ধে জড়িয়ে যায়। চলতি ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যে বিশাল যৌথ বিমান মহড়া অনুষ্ঠানের কথা রয়েছে তার প্রতি ইঙ্গিত করে ল্যাভরভ বলেন, আমেরিকার উচিত এসব বাদ দিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসা।