আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে এবার উঠেপড়ে লেগেছে রাশিয়া। রাশিয়ার সংসদে মার্কিন সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন প্রশাসন। আগামী অধিবেশনে এই প্রস্তাব সংসদে পেশ করা হতে পারে বলে জানা গেছে। রাশিয়ার নিম্নকক্ষ ডুমার আইন ও নিয়ন্ত্রণরক্ষা কমিটির প্রধান ওলগা সাভাস্ট্যানোভা জানান যে তিনি সংসদে মার্কিন সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার কথা চিন্তাভাবনা করছেন। আগামী সপ্তাহে সংসদে বিষয়টি তিনি উত্থাপন করবেন। তবে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদে সেই প্রস্তাব করাতে হবে। প্রথমে নিয়ন্ত্রণ রক্ষা কমিটি সেটি পাশ করবে। এরপর সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতার বলে প্রস্তাবটি পাশ হলে তবেই সেটি আইনে পরিণত হবে।
এদিকে রাশিয়ার এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে আমেরিকা। আমেরিকা জানিয়েছে,এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতায় আঘাত হানবে। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়বে ২১টি আমেরিকার সংবাদমাধ্যমের ওপর। এরমধ্যে রয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, সিবিএস,এনবিসির মতো মার্কিন মিডিয়া। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর সাধারণ নাগরিকদের মতো সংসদে প্রবেশ করতে পারবেন মার্কিন সাংবাদিকরা। কিন্তু সংসদের কোন খবর সংগ্রহ করতে পারবেন না তারা।