News71.com
 International
 02 Dec 17, 01:04 AM
 137           
 0
 02 Dec 17, 01:04 AM

বেফাস মন্তব্য নিয়ে ইসরাইল-মিয়ানমারের সম্পর্কে অবনতি।। রাষ্ট্রদূতকে তলব

বেফাস মন্তব্য নিয়ে ইসরাইল-মিয়ানমারের সম্পর্কে অবনতি।। রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্কঃ তেল আবিবে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ম্যাং ম্যাং লিনকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গত কয়েক মাস ধরে ইসরাইল মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বলে ম্যাং লিন বক্তব্য দেয়ার পর তাকে তলব করা হলো।রাশিয়ার আরবি ভাষার নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তেল আবিব মিয়ানমারের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি করেনি। ইসরাইল এই নিয়ে গত এক মাসে দ্বিতীয়বার মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির কথা অস্বীকার করল।মিয়ানমারের রাষ্ট্রদূত ম্যাং ম্যাং লিন গত শুক্রবার তেল আবিবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপ মহাপরিচালক গিলাড কোহেনের সঙ্গে সাক্ষাৎ করেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, ওই সাক্ষাতে ম্যাং ম্যাং লিন তার আগের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে তা প্রত্যাহার করে নিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র প্রয়োগ করে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের হত্যা করেছে। গত ২৫ আগস্ট থেকে এই গণহত্যা শুরু হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি অস্বীকার করে তেল আবিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন