News71.com
 International
 02 Dec 17, 12:58 PM
 121           
 0
 02 Dec 17, 12:58 PM

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন।  

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় গতকাল শুক্রবার ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা, ভূমিধসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ২৭ জনের । এতে অন্তত ১৭০৯টি ঘরবাড়ি বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।ভারত মহাসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ে ১৮৭৯ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন, যাদের অনেকে ছুটেছে আশ্রয়কেন্দ্রে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এদিকে দুর্যোগ মোকাবেলায় ২৭ নভেম্বর থেকে সাতদিনের জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করা হয়েছে। যাতে অংশ নিয়েছেন এক হাজার ১৭৪ জন সেনা ও পুলিশ সদস্য। রয়েছে উদ্ধারকারী সংস্থার কর্মকর্তাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন