News71.com
 International
 01 Dec 17, 05:39 AM
 140           
 0
 01 Dec 17, 05:39 AM

পাকিস্তানের পেশোয়ারে কলেজে তালেবানের হামলায় নিহত ৯, আহত ৩৫ জন ।

পাকিস্তানের পেশোয়ারে কলেজে তালেবানের হামলায় নিহত ৯, আহত ৩৫ জন ।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ারের একটি কৃষি কলেজে তালেবানের বন্দুকধারীরা বোরকা পরে হামলা চালিয়েছে । এতে কমপক্ষে ৯ জন নিহত ও আরও ৩৫ জন আহত হয়েছেন। এর দুই ঘণ্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনী এসে হামলাকারীদেরও হত্যা করেছে। পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানির এক বার্তায় বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনী গোয়েন্দা উইং আইএসআইয়ের একটি সেফহাউসকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে।হামলাকারীরা বোরকা পরিহিত অবস্থায় অটোরিকশা করে আসে। ক্যাম্পাসে প্রবেশের আগে তারা একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে নিহত করে।

কলেজের এক ছাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাম্পাসের হোস্টেলে ৪ শতাধিক ছাত্র থাকে। কিন্তু ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে সবাই বাড়িতে গেছে, ১২০ জনের মত ক্যাম্পাসে ছিল। সকালে গুলির শব্দে আমাদের ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে শুনি সবাই তালেবান হামলা করেছে’ বলে চিৎকার করে দৌড়াদৌড়ি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন