আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের মধ্যাঞ্চলে আজ শুক্রবার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে নিহত ২ জন,কমপক্ষে আহত হয়েছে ১৪ জন । তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী এলাকার লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। উদ্ধার কর্মীরা এ কথা জানান।আরাকাওয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি কারখানা থেকে ঘন কালো ধোয়ার কুন্ডলি উপরের দিকে উঠতে দেখা যায়। এ কারখানা থেকে কাগজ তৈরির কেমিক্যাল উৎপাদন করা হতো।
ফুজি নগরীর দমকল বিভাগের এক কর্মকর্তা কাজুহিকো জানিয়েছেন, বিস্ফোরণে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ায় ২ জন নিহত হয় এবং ১৪ জন দগ্ধ হয়।এদের মধ্যে কয়জনের অবস্থা গুরুতর। সি থানীয় জরুরি সংস্থা জানায়, সেখানে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।