আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিয়ানে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তিয়ানজিয়ান অগ্নিনির্বাপক বিভাগ জানায়, আজ শুক্রবার ভোর ৪টা নাগাদ আগুনের সূত্রপাত। বাণিজ্যিক কাম আবাসিক ওই ভবনে প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বলে। প্রাথমিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে তদন্তের কাজে সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। ভবনটি নির্মাণে ব্যবহৃত উপাদান আগুন ছড়িয়ে পড়ার কারণ বলে ধারণা করা হচ্ছে।২০১৫ সালে তিয়ানজিয়ানে অপরিকল্পিতভাবে নির্মিত একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ১৭৩ জনের মৃত্যু হয়। যথাযথ পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছর দেশটিতে অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হচ্ছে।