News71.com
 International
 01 Dec 17, 12:32 PM
 144           
 0
 01 Dec 17, 12:32 PM

সিরিয়া সরকার আমাকে হত্যা করতে চায়।। অভিযোগ লেবাননি প্রধানমন্ত্রীর  

সিরিয়া সরকার আমাকে হত্যা করতে চায়।। অভিযোগ লেবাননি প্রধানমন্ত্রীর   

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি অভিযোগ করেছেন,সিরিয়া সরকার তাঁকে হত্যা করতে চায়। এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। এর আগেও বহুবার তিনি তাঁর বাবা ও লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার জন্য সিরিয়াকে অভিযুক্ত করেন। সাক্ষাৎকারে হারিরি বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সাফল্যকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির জয় বলে উল্লেখ করেন। তিনি বলেন,এই জয় কোনোভাবেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জয় নয়।

লেবাননের রাজধানী বৈরুতে নিজ বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে হারিরি আরো বলেন,আমার বহু শত্রু। চরমপন্থা আর সিরিয়া সরকার তাদের অন্যতম। শেষোক্ত শত্রু আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করেছে। তাদের অভিযোগ,আমি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছি। হারিরি অতীতেও তাঁর বাবার হত্যাকাণ্ডের জন্য সিরিয়া সরকারকে দায়ী করেন। মাসজুড়ে নানা নাটকীয়তার জন্ম দেওয়া হারিরি এখনো প্রবল আলোচনায় রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন