News71.com
 International
 01 Dec 17, 12:30 PM
 145           
 0
 01 Dec 17, 12:30 PM

যুক্তরাষ্ট্রে ৫.১ মাত্রার ভূমিকম্প।।  

যুক্তরাষ্ট্রে ৫.১ মাত্রার ভূমিকম্প।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পর্যন্ত বিস্তীর্ণ অংশে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলের (বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর) দিকে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। প্রায় দশটি রাজ্যে অনুভূত হয় এই কম্পন। ভূমিকম্প গবেষণা সংস্থা ইউএসজিএসের মতে,এই কম্পনের উৎসস্থল ছিল ডেলওয়ারে এলাকা। ডেলওয়ারের উপসাগরীয় এলাকা থেকে উত্তর-পশ্চিমে ছয় কিলোমিটার দূরে ডোভারে প্রথম অনুভূত হয় কম্পন। এরপর তা আরও পশ্চিমে ছড়িয়ে পড়তে থাকে।

ইউএসজিএসের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে,গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪.৪৫ নাগাদ ভূমিকম্প হয়। ডেলওয়ারে ছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং কানেক্টিকাট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন