News71.com
 International
 30 Nov 17, 11:51 AM
 154           
 0
 30 Nov 17, 11:51 AM

নতুন বছরের শুরুতেই রাজনীতিতে আসছেন ভারতীয় সুপারষ্টার রজনীকান্ত।

নতুন বছরের শুরুতেই রাজনীতিতে আসছেন ভারতীয় সুপারষ্টার রজনীকান্ত।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজনীতিতে প্রবেশের আভাস দিয়েছেন দেশটির দক্ষিণী সিনেমা জগতের মহানায়ক রজনীকান্ত। জানা যায়, আগামী বছর জানুয়ারিতে তাকে রাজনীতিতে দেখা যাবে।এমটাই দাবি তার বড় ভাই সত্যনারায়ণা রাও গাঁয়েকরের। তিনি জানান, আগামী বছর জানুয়ারি মাসে রাজনীতির আঙিনায় পা রাখবেন রজনীকান্ত। সেই সঙ্গে নিজের রাজনৈতিক দলও গড়তে পারেন তিনি।


গতকাল বুধবার রজনীকান্ত ফ্যান ক্লাবের জেলা সেক্রেটারির বিয়ে উপলক্ষ্যে ধর্মাপুরীতে আসেন সত্যনারায়ণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী বছর জানুয়ারি মাসে চেন্নাইতে নিজের ভক্তদের সঙ্গে ফটোশ্যুট করবেন রজনীকান্ত। এরপরই তাকে সুপারস্টারের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সত্যনারায়ণ বলেন, জানুয়ারিতেই রাজনীতিতে আসা নিয়ে সব জল্পনার অবসান ঘটাবে রজনীকান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন