News71.com
 International
 30 Nov 17, 11:07 AM
 160           
 0
 30 Nov 17, 11:07 AM

তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দর।

তিন দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দর।

আন্তর্জাতিক ডেস্কঃ তিন দিন বন্ধ রাখার পর আজ বুধবার বিকেলে ইন্দোনেশিয়ার বালি আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হচ্ছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার আকাশে ছাইভস্ম ছড়িয়ে পড়ায় বিমানবন্দরটি চলাচলের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।আজ বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।বালি বিমানবন্দরেন গত সপ্তাহ থেকে আগ্নেয়গিরির ধোঁয়ার কুন্ডলি ও ছাইভস্ম আকাশে ছড়িয়ে পড়তে শুরু করায় বাধ্য হয়ে কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রায় এক লাখ ২০ হাজার পর্যটক আটকা পড়েছেন। বিদেশী পর্যটকদের দুর্ভোগের কথা বিবেচনা করেই অনেকটা ঝুকির মধ্যেই খুলছে এই বিমানবন্দর । কতৃপক্ষের এ ঘোষণায় আটকা পড়া এসব পর্যটক এখন আশার আলো দেখতে পাচ্ছেন।

বালি বিমানবন্দর মুখপাত্র অ্যারি আহসানুর রহিম জানান, বালির নগুরা রাই বিমানবন্দর স্থানীয় সময় বিকেল তিনটায় খুলে দেওয়া হচ্ছে। তবে আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবো।দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ অগ্ন্যুৎপাতের কারণে ইতোমধ্যে হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। উল্লেখ্য, সর্বশেষ ১৯৬৩ সালে এ আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়। এতে প্রায় এক হাজার ৬শ’ লোকের প্রাণহানি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন