আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের উত্তর সিনাই প্রদেশে জুম্মা নামাজের সময় মসজিদে বোমা ও বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা ২৩৫ জন ছাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, বির আল আবেদ শহরের আল আরিশ মসজিদে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এপি জানিয়েছে, চারটি গাড়ি থেকে মসজিদে হামলা করে জঙ্গিরা। এই হামলায় কমপক্ষে ১২৫ জন আহত হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০১৩ সাল থেকে সিনাই অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে দেশটির সরকার। একটি প্রতিবেদনে বলা হয়, হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সমর্থকরা। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এর আগে সিনাইয়ে জঙ্গিদের ধরতে মিশরের নিরাপত্তা বাহিনী অ্যামবুশে গেলে প্রতিপক্ষর পাল্টা আক্রমণে ৫০ পুলিশ নিহত হয়। মিশর সরকার পরে জানায় ১৬ জন পুলিশ মারা গেছে।
সিনাই প্রদেশের আল রাওদাহ মসজিদে বোমা হামলা ও গুলির ঘটনায় দায়ী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ‘সর্বশক্তি দিয়ে’ প্রতিক্রিয়া দেখানোর ঘোষণা দিয়েন মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি বলেছেন,সন্ত্রাসবাদের বিরুদ্ধে কায়রোর লড়াই থামিয়ে দিতেই জঙ্গিরা মসজিদে বোমা হামলা ও গুলি চালিয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি আরো বলেন,সশস্ত্র বাহিনী ও পুলিশ শহীদের রক্তের বদলা নেবে। সর্বশক্তি দিয়ে আমরা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করবো। এদিকে এ ঘটনার পর দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মিশরের উত্তর সিনাই-এর প্রায় ৪০ কিলোমিটার দূরের একটি মসজিদে গতকাল শুক্রবারের জুম্মার নামাজের সময় এ হামলাটি চালানো হয়। মুসুল্লিরা যখন জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতে শুরু করছিলো তখনই একদল সশস্ত্র ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটায়। তারপর তারা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে থাকে। এতে ২৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়।