News71.com
 International
 25 Nov 17, 11:28 AM
 145           
 0
 25 Nov 17, 11:28 AM

পাকিস্তানের সাথে চীনের পরমাণু চুক্তি।।  

পাকিস্তানের সাথে চীনের পরমাণু চুক্তি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু চুল্লি তৈরিতে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চীন। এটিই হতে চলেছে পাকিস্তানের সঙ্গে তৃতীয় বৃহত্তম পরমাণু জ্বালানি কেন্দ্র। গতকাল শুক্রবারই দুই দেশের মধ্যে এই বিষয়টি নিয়ে অন্তিম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সূত্রে খবর,২০৩০ সালের মধ্যেই এটি চালু হবে। এই পরমাণু চুল্লিটি শুরু হলে পাকিস্তানের জ্বালানির চাহিদা পুরোপুরি পূরণ হয়ে যাবে। পাকিস্তানের জাতীয় বিদ্যুৎগ্রিডে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে এই পরমাণু চুল্লিটি থেকে। চায়না ন্যাশানাল নিউক্লিয়ার কর্পোরেশন (CNNC)এবং পাকিস্তানের অ্যাটোমিক এনার্জি কমিশন (PAEC)'র এই মধ্যে এই পরমাণু চুল্লি নিয়েই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন