আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্তের পর নিখোঁজ তিন সৈন্যকে উদ্ধারে আজ বৃহস্পতিবার তল্লাশি অভিযান আরো জোরদার করা হয়েছে। এ অভিযানে মার্কিন বিমানবাহী একটি রণতরী এবং অনেক হেলিকপ্টার ও বিমানের সাথে আটটি যুদ্ধজাহাজ যুক্ত করা হয়েছে।মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওকিনাওয়া থেকে প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে বুধবার বিকেলে ১১ আরোহী নিয়ে সি-২এ গ্রেহাউন্ড’ বিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সৈন্যদের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই আট সৈন্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইউএসএস রিগানে নেয়া হয়। উল্লেখ্য, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রিগান জাপানের সাথে সামরিক মহড়া চালানোর জন্য ফিলিপাইন সাগরে রয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে তাদের সকলের অবস্থা ভাল।