News71.com
 International
 22 Nov 17, 10:29 AM
 163           
 0
 22 Nov 17, 10:29 AM

অবশেষে পদত্যাগ করলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।।  

অবশেষে পদত্যাগ করলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন রবার্ট মুগাবে। গতকাল তিনি পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার জিম্বাবুয়ে সংসদের স্পিকার জ্যাকব মোডেন্ডা সংবাদমাধ্যমে এ তথ্য জানান। আর এই পদত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৭ বছরের মুগাবে যুগের পরিসমাপ্তি ঘটলো। মুগাবের নিজের দল ক্ষমতাসীন জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট তার বিরুদ্ধে সংসদে এদিনই অভিশংসন প্রস্তাব আনতে যাচ্ছিল। অভিশংসনের প্রক্রিয়াটি সম্পন্ন হতে অন্তত দুই দিন লাগবে বলে জানিয়েছিলেন দলের সিনিয়র নেতা পল মাংওয়ানা।

প্রক্রিয়া শুরুর আগেভাগেই পদ থেকে সরে দাঁড়ালেন দেশটির এক সময়কার তুমুল জনপ্রিয় এই নেতা। ১৯৮০ সালে স্বাধীনতার পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। বর্তমানে তার বয়স ৯৩ বছর। এদিকে মুগাবে স্বেচ্ছায় এটি করেছেন বলে তার বরাতে স্পিকার জানিয়েছেন। তবে কে পরবর্তীতে এই পদে যাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। তবে বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবার কথা শোনা যাচ্ছে। এছাড়া রাস্তায় নামা সেনাবাহিনীর কী হবে তাও নিশ্চিত নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন