News71.com
 International
 21 Nov 17, 12:01 PM
 133           
 0
 21 Nov 17, 12:01 PM

কাশ্মীরে এনকাউন্টারে খতম ৩ লস্কর জঙ্গি

কাশ্মীরে এনকাউন্টারে খতম ৩ লস্কর জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু কাশ্মীরের হান্দওয়াড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ৩ লস্কর ই তৈবা জঙ্গি। বাহিনীর কাছে খবর ছিল, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলারা মেগাম গ্রামে কয়েকজন জঙ্গি ঘাঁটি গেড়েছে। এরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে তারা। সংঘর্ষে নিকেশ হয় ৩ জঙ্গি। অপারেশন এখনও চলছে বলে খবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন