News71.com
 International
 20 Nov 17, 07:45 AM
 142           
 0
 20 Nov 17, 07:45 AM

প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে জিম্বাবুয়েতে সংকট ঘনীভূত।।

প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে জিম্বাবুয়েতে সংকট ঘনীভূত।।

আন্তর্জাতিক ডেস্কঃ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আজ সোমবার তার নিজ দলের পক্ষ থেকেই অভিশংসনের হুমকির মুখে পড়েছেন।গতকাল রবিবার টেলিভিশন ভাষণে ৯৩ বছর বয়সী মুগাবে পদত্যাগ না করার ঘোষণা দেয়ার পর তাকে অভিশংসনের হুমকির মুখে পড়তে হয়েছে।এদিকে তার পদত্যাগ না করার ঘোষণার ফলে জিম্বাবুয়েতে টানা দ্বিতীয় সপ্তাহের জন্য রাজনৈতিক সংকট অব্যাহত থাকল। এছাড়া তার ভাষণের পর রাস্তাঘাট ও পানশালাসহ বিভিন্ন স্থানে জমায়েত জনগণ বিক্ষোভ প্রকাশ করে এবং তাদের মধ্যে অবিশ্বাস ও হতাশা জন্ম নেয়।জিম্বাবুয়েতে চলমান রাজনৈতিক উত্তেজনা সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গতকালই মুগাবের দল জানু-পিএফ পার্টি জরুরি বৈঠক করে দলীয় প্রধানের পদ থেকে তাকে বহিস্কার করে। সদ্য বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে তার স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একসময়ে মুগাবের একান্ত অনুগত এই দলের জরুরি বৈঠকে তাকে পদত্যাগের জন্য আজ সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে মুগাবেকে অভিশংসনের সম্মুখীন হতে হবে বলে দলের পক্ষ থেকে তাকে সতর্ক করে দেয়া হয়। গতকাল রবিবারই জিম্বাবুয়ের সেনাপ্রধান কনস্টানতিনো চিয়েঙ্গাসহ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে বৈঠক করেন প্রেসিডেন্ট মুগাবে। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন